মেক্সিকোতে স্বজনদের লাশ খুঁজতে গিয়ে গণকবরের সন্ধান

ই-বার্তা ডেস্ক।।  মেক্সিকোর গোপন সমাধিস্থল থেকে ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।  ৩০টি মরদেহ উত্তরাঞ্চলীয় সোনারা এবং বাকি ১৫টি লাশ জালিস্কো অঙ্গরাজ্যের গুয়াদালাজারের উপকণ্ঠে একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

সোনারা অঙ্গরাজ্যের প্রসিকিউটরের কার্যালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২৭টি লাশ ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

যে দলটি খনন করে লাশগুলো পেয়েছে তাদের বেশিরভাগই নারী সদস্য।  তারা তাদের হারিয়ে যাওয়া আত্মীয়দের লাশ সন্ধান করতে ওই অনুসন্ধান চালিয়েছিল।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই অনুসন্ধানকারীরা তাদের প্রিয়জনদের খুঁজে বের করতে ওই প্রচেষ্টা চালিয়েছিল।  সোনারা অঙ্গরাজ্যের প্রসিকিউটররাও তাদের সঙ্গে ছিলেন।  সরকারের ওপর মূলত আস্থা হারিয়ে ফেলেছে মেক্সিকোর জনগণ।  তাই তারা নিজেরাই হারিয়ে যাওয়া স্বজনদের লাশ উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, মেক্সিকোতে মাদক কারবারিরা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীভুক্ত ব্যক্তি ও অপহরনের শিকারীদের লাশ লুকাতে গোপনীয় কবরস্থানগুলো ব্যবহার করে থাকে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু