মেক্সিকোর নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে ১৫ জনের মৃত্যু

ই-বার্তা ডেস্ক।।  শনিবার (৯ মার্চ) সকালে মেক্সিকোর সহিংসতাপ্রবণ গুয়ানায়াতো অঙ্গরাজ্যের সালামানসা শহরের ল্য প্লায়া মেনস’ নাইট ক্লাবে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভোর না হতেই একদল বন্দুকধারী তিনটি ভ্যানযোগে এসে নাইটক্লাবে ভাঙচুর করে, এরপর নির্বিচারে গুলি চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা জানা না গেলেও স্থানীয় সংবাদমাধ্যম বলছে, মেক্সিকোয় গ্যাস বা তেলের পাইপলাইন ভেঙে প্রায়ই চুরির ঘটনা ঘটে। গত বছরই এভাবে চুরি করে সরকারের প্রায় ৩০০ কোটি ডলারের জ্বালানি লুটে নিয়েছে চোরেরা। সেজন্য সম্প্রতি প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ সাঁড়াশি অভিযান শুরু করেছেন। এর পাল্টা শোধ দিতে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।

উল্লেখ্য, গুয়ানায়াতো রাজ্যের শিল্প এলাকা বলে পরিচিত হলেও সালামানসায় গত বছর আগের বছরের তুলনায় দ্বিগুণ হত্যাকাণ্ড হয়েছে। এ কারণে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ অঞ্চল বলে পরিচিত হয়েছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান