মেয়াদোত্তীর্ণ যুদ্ধবিমান ওড়াচ্ছে ভারত

ই-বার্তা ডেস্ক।।  ভারতীয় বিমান বাহিনীর ‘মেরুদণ্ড’ বলা হয় মিগ-২১ যুদ্ধবিমানকে। গত অর্ধ শতক ধরে মিগের ওপর ভর করেই দাপট দেখালেও সম্প্রতি বির্তকের জালে আটকে গেছে ভারতীয় মিগ। জানা গেছ, মিগ বিষয়ে নেতিবাচক মন্তব্য ছুঁড়ছেন ভারতীয় বিমান বাহিনীর অনেক পাইলটও।

গেল শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ রাজস্থানে বিধ্বস্ত হয়েছে। আর এর পরই নিউজ১৮ ডট কম জানিয়েছে, মিগ-২১কে ‘উড়ন্ত কফিন’ এবং ‘বিধবা তৈরির’ বিমান বলছেন ভারতীয় যুদ্ধবিমান চালকেরা।

এর আগে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের আকাশে যুদ্ধে বিধ্বস্ত মিগ-২১সহ দুইটি বিমান।

ভারতীয় গণমাধ্যমগুলোতে দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে ৮৫ জনের বেশি বৈমানিককে হারিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

বেশির ভাগ মিগ-২১ বিমানই কারিগরি ত্রুটির জন্য দুর্ঘটনা পড়েছে, মানবিক ভুলের জন্য নয়।

ই-বার্তা/ মাহারুশ হাসান