মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপুটে জয়

ই-বার্তা।।  ম্যানচেস্টারে ইতালির বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি শুরু হলো দারুণ জয়ে। ২-০ গোলে জিতেছে গতবারের ফাইনালিস্টরা। অথচ দলে ছিলেন না লিওনেল মেসি। তার সঙ্গে দর্শক হয়ে ছিলেন আরেক তারকা সের্হিয়ো আগুয়েরো। তাদের ছাড়া চারবারের বিশ্বজয়ীদের বিপক্ষে এমন জয়কে দারুণ সম্ভাবনা হিসেবে দেখছেন কোচ হোর্হে সাম্পাওলি।

মাংশপেশীর সমস্যার কারণে ইতিহাদ স্টেডিয়ামে ছিলেন না মেসি। আগুয়েরো যে থাকছেন না সেটা ছিল প্রত্যাশিতই। স্পেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও দেখা যাবে না ম্যানচেস্টার সিটির তারকাকে। তবে মেসিকে নিয়ে আশাবাদী সাম্পাওলি, ‘একাদশে লিওনেল মেসিকে রেখেই আমরা ম্যাচ খেলতে চেয়েছিলাম। কিন্তু তার চোট ছিল এবং তাকে আমরা না রাখার সিদ্ধান্ত নেই পরে।’ আর্জেন্টিনার ইনজুরি তালিকা আরও একটু বড় হয়েছে। ডান ঊরুর চোটে স্পেনের বিপক্ষে ছিটকে গেছেন আনহেল দি মারিয়া।

ইতালির বিপক্ষে দলের পারফরম্যান্স দেখে তৃপ্ত সাম্পাওলি, ‘ম্যাচের বেশির ভাগ সময় দল তাদের স্থায়িত্ব দেখিয়েছে এবং খেলোয়াড়রা তাদের শক্তির সুবিধা নিয়েছে। আমাদের এই ভালো খেলাকে আরও প্রতিষ্ঠিত করতে হবে। দল বেশ উন্নতি করছে।’

বিশেষ করে গনসালো হিগুয়েইনের খেলা দেখে সন্তুষ্ট কোচ, ‘হিগুয়েইন অসংখ্য আক্রমণে নেতৃত্ব দিয়েছে। দ্বিতীয় গোল বানাতে খুব ভালো পাস দিয়েছে সে।’

সুত্রঃ  গোল ডটকম