মেসির বিদ্রোহী রুপ দেখে মুগ্ধ ম্যারাডোনা

ই-বার্তা ডেস্ক।।  গেল কোপা আমেরিকায় লিওনেল মেসির নতুন এক রূপ দেখেছে বিশ্ব।  চিরচেনা শান্ত রূপ ছেড়ে প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মহাতারকার এমন ‘গুণে’মুগ্ধ আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

বার্সেলোনা তারকা গেল কোপা আমেরিকার শুরু থেকেই বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে সোচ্চার ছিলেন। সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারার পর ম্যাচের রেফারিংকে প্রশ্নবিদ্ধ করেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখার পর মেসি জানান, আগের ম্যাচ নিয়ে বাজে মন্তব্য করায় তাকে লাল কার্ড দেখতে হয়েছিল।  

এমন মন্তব্যের ফলে নিষেধাজ্ঞা আর অর্থদণ্ডের মুখোমুখি হতে হলেও কিংবদন্তি ম্যারাডোনার ভূয়সী প্রশংসাই পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যারাডোনা বলেন, ‘আমার বারবারই মনে হয়েছে সে মেসি ম্যারাডোনা। আমি ওকে অনেক বেশি বিদ্রোহী রূপে দেখেছিলাম। তার মনের কথাটাই বলেছে সে। এবং সে মাঠের খেলায় জিতেছে, অন্য কারো দয়ায় নয়।’

ম্যারাডোনা মুগ্ধ মেসির নিবেদন আর নেতৃত্বগুণে, ‘এই মেসিকে আরো বেশি পছন্দ করি আমি। সে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, পোষা কুকুরের সঙ্গে খেলছে, বিয়ার পান করছে। জাতীয় সংগীতে গলা না মেলানোর জন্য সমালোচিত হওয়া মেসির সঙ্গে এর পার্থক্য বেশ! মেসি যা করে আর্জেন্টিনার ভালোর জন্যই করে।’

ফুটবল ছাড়ার পর থেকেই ফিফা আর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন ব্যাপারে সমালোচনা করেছেন ম্যারাডোনা। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু