মেসির যত্ন নেওয়ার অনুরোধ জানিয়েছেন রিভালদো

ই-বার্তা ডেস্ক।।  লা লিগায় রোববার গেটাফের বিপক্ষে খেলতে নামছে বার্সেলোনা। এ ম্যাচে দলের প্রাণভোমরা মেসিকে মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।  চোট কাটিয়ে গেল বুধবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি।   

এ মুহূর্তে লা-লিগায় ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে বার্সা। এ অবস্থায় কোচ আর্নেস্তো ভালভার্দে দলের সেরা অস্ত্রকে ব্যবহার করতে চাইবেন, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মেসিকে দ্রুত মাঠে ফেরাতে ঝুঁকি না নিতে কাতালান ক্লাব কর্তাদের অনুরোধ জানিয়েছেন রিভালদো। 

ব্রাজিলের ও বার্সার সাবেক তারকা বলেন, মেসি এখনও সম্পূর্ণ চোটমুক্ত হতে পারেনি। নিজের ছন্দও ফিরে পায়নি। দলের স্বার্থে চোট উপেক্ষা করেও গেল ম্যাচে ৯০ মিনিট মাঠে ছিল সে। সেটা দেখে খুব আনন্দ হয়েছে। কিন্তু সে এখন শতভাগ ফিট না। তাকে নিয়ে ক্লাব কর্তাদের আরও সচেতন হওয়া উচিত। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু