মেসির হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে বার্সা

ই-বার্তা ডেস্ক।।  লা লিগায় নিজেদের মাঠে মায়োর্কার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের সঙ্গে সুয়ারেজ, গ্রিজমানের গোলে ৫-২ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ভালভার্দে শিষ্যরা।  এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে মেসিরা।   

ক্যাম্প ন্যু’তে দলের প্রাণভোমরা মেসির ষষ্ঠ ব্যালন ডি’অর জয় উদযাপনের রাতে স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে নান্দনিক ফুটবল উপহার দেয় বার্সা। গোলের শুরুটা করেন ফরাসি তারকা গ্রিজমান। গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের বুদ্ধিদীপ্ত লম্বা ক্রসের সুবাদে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়ে জাল খুঁজে নিতে ভুল করেননি গ্রিজমান। ৭ মিনিটেই দলকে এগিয়ে দেন। 

এরপর প্রতিপক্ষ শিবিরে একের পর এক আক্রমণ চালায় বার্সা। ম্যাচের ১৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে এক অসাধারণ গোল করেন মেসি। বলের যোগনদাতা ছিলেন গ্রিজমান। খেলার ৩৫ মিনিটে গোল মায়োর্কার হয়ে গোল পরিশোধ করেন বুদিমির।

এরপর ৪১ মিনিটে আবারও ডি বক্সের বাইরে থেকে গোল করেন মেসি। দুই মিনিট পর বক্সের ভেতরে ডি জংয়ের বাড়ানো বলে ব্যাক হিল করে এক নান্দনিক গোল করেন লু্ইস সুয়ারেজ। ফলে প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধেও মায়োর্কার উপর চড়াও হয় বার্সা। তবে গোলের দেখা পায়নি উল্টো ৬৪ মিনিটে আরও একটি গোল খেয়ে বসে। এবারও মায়োর্কার হয়ে গোল করেন বুদিমির।

খেলার শেষভাগে এসে ম্যাচের ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এর সুবাদে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের (৩৫টি) গৌরব অর্জন করেন বার্সার প্রাণভোমরা। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু