মোদির বিদায়ঘণ্টা বেজে গেছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

ই- বার্তা ডেস্ক।।   তৃণমূলের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে, মোদির বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার আর ফিরতে পারবেন না প্রধানমন্ত্রীর গদিতে। মোদির বিদায় নেওয়ার সময় এসে গেছে।

গত বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের হাওড়ার আন্দুলে তৃণমূল আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেছেন মমতা। তিনি বলেছেন, ইতিমধ্যে ভারতের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩০০টির নির্বাচন হয়েছে। তাতেই মোদিজি বুঝে গেছেন তিনি হারছেনই। মানুষ আর তাঁর পক্ষে নেই। মানুষ তাঁকে বিদায় জানিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়বলেন, বিজেপি তো নিজেদের স্বার্থে বাংলায় সাত দফায় ভোট আয়োজন করেছে। তাতে কাজ হয়নি। মানুষ বিজেপিকে ভোট দেয়নি। মমতা বলেন, ‘ওরা বারবার বলছে, এই রাজ্যে নাগরিক নিবন্ধন বা এনআরসি চালু করবে। আরে আসুক না এই বাংলায় ওরা? যেখানে আসবে সেখানের মানুষ তাড়িয়ে দেবে ওদের।’

তিনি  বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘আমাদের দলের একজন ব্লক সভাপতির যে যোগ্যতা আছে, তা নেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। আমাদের দলের একজন জেলা সভাপতির যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিজেপির নেতাদের মগজ তো মরুভূমি। কিচ্ছু নেই, তাই দাঙ্গা করে। ওরা তো এখন ফেক পার্টিতে পরিণত হয়েছে। হয়েছে দাঙ্গাবাজ পার্টিতে পরিণত। তাইতো ওরা বদলে দিচ্ছে ইতিহাস।’

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম