মোদি ভারতকে হিটলারের জার্মানিতে পরিণত করছেন: অভিজিৎ ব্যানার্জি

ই- বার্তা ডেস্ক।। ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি মন্তব্য করেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ভারত এখন হিটলারের নাৎসিবাদী জার্মানি হওয়ার পথে।

গত রোবরার রাতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ক্যাম্পাসে মুখোশধারীদের হামলার ঘটনার নিন্দা জানাতে গিয়ে সোমবার তিনি এসব কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ হামলার ঘটনায় স্তম্ভিত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি বলেন, যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে ভারত এখন নাৎসিদের জার্মানি হওয়ার পথে এগোচ্ছে!

তিনি বলেন, নরেন্দ্র মোদি সরকারের উচিত সত্য সামনে আনা। আমার মনে হয় গোটা বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি নিয়ে ভাবার সময় এসে গেছে। আমরা যেন জার্মানির নাৎসি জমানার প্রতিধ্বনি শুনতে পারছি ভারতে বসে।

রোববারের হামলায় আহত ছাত্রছাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নোবেলজয়ী এ বাঙালি।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখোশ পরে বেশ কয়েকজন যুবক জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায়।

এতে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেন। ওই হামলায় ছাত্র শিক্ষক মিলিয়ে অন্তত ৪২ জন আহত হয়েছে। এ ঘটনায় মুহূর্তের মধ্যে গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।