ম্যালেরিয়া বিশ্বব্যাপী ভয়ানক হুমকির কারণ

ডেস্ক রিপোর্ট।। ম্যালেরিয়া বিশ্বব্যাপী ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।বিবিসি বলছে, বিশ্বে প্রতি বছর ২১ কোটি ২০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে। রক্তচোষা মশার মাধ্যমে ম্যালেরিয়ার জীবাণু ছড়ায়। এটি শিশুমৃত্যুর একটি বড় কারণ। 

        ম্যালোরিয়া বিষয়ক স্বাস্থ্য বার্তাঃ

ম্যালোরিয়া বিষয়ক তথ্যঃ

১।  ম্যালোরিয়া এনোফিলিস মশাবাহিত একটি সংক্রামক রোগ

২।  অনিমিয়ত বা কাঁপুনি দিয়ে জ্বর আসা ম্যালেরিয়া অন্যতম লক্ষণ

৩।  ম্যালেরিয়া লক্ষণ দেখামাত্র দ্রুত চিকিংসা নিন

৪।  ম্যালেরিয়া চিকিংসায় রক্তপরীক্ষা ও ঔষধপত্র বিনামূল্যে দেওয়া হয়

৫।  ঢাকা শহরে বিনামূল্যে রক্তপরীক্ষা ও ঔষধের জন্য জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির অফিসে(বাসা-২৪০,রোড-১৭,নিউ ডিওএইচএস,মহাখালী,ঢাকা)যোগাযোগ করুন

ম্যালেরিয়া বিষয়ক সতর্কবার্তাঃ

১।ম্যালেরিয়াপ্রবণ এলাকায় বসবাস/ভ্রমণকালীন সময়ে জ্বর হলে বিনামূল্য রোগ শনাক্তকরণ ও ঔষধের জন্য স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্র,এনজিও কর্মী/ল্যাবে যোগাযোগ করুন

২।ম্যালেরিয়া প্রবণ এলাকা থেকে ফিরে এসে জ্বর হলে আপনার ভ্রমণবৃত্তান্ত চিকিংসককে জানান

৩।জ্বরের সাথে অজ্ঞান হয়ে যাওয়া,অস্বাভাবিক আচরণ করা, বারবার খিঁচুনি, বমি হওয়া, অত্যাধিক দূর্বলতা, শিশুর ক্ষেত্রে মায়ের দুধ বা অন্য খাবার খেতে না পারা- মারাত্মক ম্যালিরিয়ার লক্ষণ

৪।মারাত্মক ম্যালেরিয়ার লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করুন

ম্যালেরিয়া প্রতিরোধে করণীয়ঃ

১।ম্যালেরিয়াপ্রবণ এলাকার বাসিন্দাগণ সরকার কর্তৃক বিনামুল্যে প্রদত্ত কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করুন

২।ম্যালেরিয়া এলাকায় ভ্রমণ/অবস্থাঙ্কালীন সময়ে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করুন

৩।ম্যালেরিয়াপ্রবণ এলাকায় রাত্রি যাপন করতে হলে মশারি টাঙ্গিয়ে ঘুমান অথবা সম্বব হলে স্প্রে করে মশা বিতাড়িত করুন

৪।রাতের বেলায় বাইরে গেলে হাত-পা ঢাকা থাকে, এমন কাপড় পরিধান করুন ও মশা তাড়ানো ক্রিম/লোশন ব্যবহার করুন

৫।ম্যালেরিয়া প্রতিরোধে বাড়ির আশেপাশের ঝোপঝাড়,ডোবা,নালা,পুকুর ও গর্ত পরিষ্কার রাখুন

ম্যালেরিয়া সংক্রান্ত যে কোন সেবার জন্য হটলাইন নাম্বারে যোগাযোগ করুন(০১৭৮৭-৬৯১৩৭০)

                  জনস্বার্থেঃ    

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস-বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি

রোগ নিয়ন্ত্রণ শাখা,স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী,ঢাকা।