যথাক্রমে দুর্নীতির শীর্ষে সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র

ই- বার্তা।।   করস্বর্গ ও অফশোর আর্থিক কেন্দ্র বিবেচনায় নিয়ে দুর্নীতির এ সূচক নির্ধারণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সুইজারল্যান্ড, এর পর যুক্তরাষ্ট্র। জাস্টিস নেটওয়ার্কের অঙ্গ প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল সিক্রেসি ইনডেক্সের ২০১৮ সালের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক নামে একটি অ্যাডভোকেসি গোষ্ঠী নতুন এ সূচক প্রকাশ করেছে।

দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে কেম্যান আইল্যান্ডের নাম। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের অঙ্গ প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল সিক্রেসি ইনডেক্সের ২০১৮ সালের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গবেষণা বলছে, বর্তমানে সুইজারল্যান্ড ট্যাক্স হেভেন দেশগুলোর শীর্ষে রয়েছে।

পাশাপাশি এ দেশ বিশ্বের সর্ববৃহৎ অফশোর আর্থিক কেন্দ্র। ১১২ দেশের তালিকায় চারে আছে হংকং, পাঁচে সিঙ্গাপুর, ছয়ে লুক্সেমবার্গ। তালিকায় ভারত ৩২তম অবস্থানে থাকলেও নেই বাংলাদেশের নাম।

সুইজারল্যান্ডকে করস্বর্গ ও অফশোর অর্থ লেনদেনের জনক বলা হয়।

ই- বার্তা/ এ এস