যশোরে এমপি নাবিলের বাড়িসহ ৬ স্থানে ককটেল বিস্ফোরণ 

ই-বার্তা ডেস্ক ।।    যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের কাজীপাড়ার বাড়ির সামনেসহ শহরের ছয়টি স্থানে কমপক্ষে ১২টি ককটেল বিস্ফোরণ  ঘটিয়েছে দুর্বৃত্তরা।  তবে এতে কেউ হতাহত হননি।

পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (২৬ জানুয়ারি) রাত একটার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু এ বিষয়ে সাংবাদিকদের বলেন,‘রাত একটার পর কোনও এক সময় কে বা কারা বিস্ফোরণগুলো ঘটিয়েছে। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়ির সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে এবং আরও একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে।’

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, রাত আড়াইটার দিকে যশোর-৩ আসনের এমটি কাজী নাবিল আহমেদের বাসভবনে বোমা হামলা চালানো হয়। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের মালিকাধীন হোটেল জাবিরে বোমা বিস্ফোরণ হয়। এর আগে শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টুর বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটে। এরপর চাকলাদার ফিলিং স্টেশনেও বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লাল ও যুবলীগ নেতা রাবিবুল হাসানের বাসভবনে বোমা বিস্ফোরণ হয়েছে।

ওসি আরও বলেন, ব্যক্তিগত শক্তি প্রদর্শনের একটা মহড়া হয়েছে। নিজেরা নিজেদের স্থাপনায় এই ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনগণ ও প্রশাসনকে জানান দিয়েছেন যে তারা প্রত্যেকেই শক্তিশালী।  কারা বোমা হামলা চালিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাবে না।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেন, ‘আমি ফোনে বিস্ফোরণের ঘটনা সব শুনেছি। কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানগুলোতে যাচ্ছি।’

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম