যশোরে ভোটকেন্দ্রগুলো ভোটারশুন্য

ই-বার্তা ডেস্ক।।  উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে যশোরের ৮টি উপজেলার মধ্যে ৭টিতে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটগ্রহণ কার্যক্রম  সকাল ৮টা বাজে শুরু হলেও ভোটারদের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি। কেন্দ্রগুলো একদম ফাঁকা।

যশোরের শার্শা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।  সদর উপজেলায় চেয়ারম্যান পদে শাহীন চাকলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ উপজেলায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বাকি ৬ উপজেলায় চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  যশোরের ৮ উপজেলায় তিনটি পদেই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সিংহভাগই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ