যাত্রাবাড়ী মোড়ে পাটকল শ্রমিকদের আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ

ই-বার্তা ডেস্ক।।  দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধ, বেতন বৈষম্যসহ নানা অনিয়মের কারনে আন্দোলন করছে পাটকল শ্রমিকরা।  এবার রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে তারা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের কয়েক’শ শ্রমিক যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নেন।

এ সময় যাত্রাবাড়ী মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।  এ সময় অফিসগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।  পরে সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করে পুলিশ।  এ সময় শ্রমিকেরা ঢাকা-ডেমরা রোডে অবস্থান নেন।

শ্রমিকরা অভিযোগ করেন, আট সপ্তাহ ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না।  বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন।  বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু