যারা খাদ্যে ভেজাল দেন তারা আগুন সন্ত্রাসীদের চেয়েও ভয়ংকরঃ নাসিম

ই- বার্তা ডেস্ক।।   আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন যে, যারা খাদ্যে ভেজাল দেন তারা আগুন সন্ত্রাসীদের চেয়েও ভয়ংকর ।

আজ বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, খাদ্যে যারা ভেজাল মেশান, তারা ক্ষমাহীন অপরাধ করছেন। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন কেন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারব না? এ জন্য ভেজালবিরোধী অভিযান জোরদার করতে হবে।

তিনি আসন্ন রমজানে অহেতুক দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, খাদ্যে ভেজাল দেবেন না। যিনি খাদ্যে ভেজাল মেশাচ্ছেন তিনি তার স্বজনদের হত্যার অপরাধ করছেন, নিজেকে হত্যা করার ব্যবস্থা করছেন। যারা খাদ্যে ভেজাল দেন, তারা আগুনো পোড়ানো রাজনীতির চেয়েও ভয়ংকর। মানুষ হত্যা করার চেয়ে ভয়ংকর। মুনাফালোভী ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মোহাম্মদ নাসিম রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘দয়া করে রোজার মাসে খাদ্যের দাম বাড়াবেন না। এ বছর সংযমে থাকুন। মানুষকে রোজায় শান্তিতে থাকতে দিন।’

এ সময় তার সঙ্গে ছিলেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, আতিউর রহমান আতিক।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম