যুক্তরাজ্যের কাছে শামীমার নাগরিকত্ব বহাল রাখার অনুরোধ বাবার

ই-বার্তা ডেস্ক ।।    জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগমের নাগরিকত্ব বহাল রাখার অনুরোধ জানিয়েছেন তার বাবা আহমেদ আলী।

সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি বলেন, যদি শামীমা স্বীকার করে যে, সে অপরাধ করেছে; তবে তাকে দেশে ফিরিয়ে এনে তার যথাযোগ্য শাস্তি হওয়া উচিত। তবে এখনই তার সন্তানের নাগরিকত্ব বাতিল করা উচিত নয়৷

আহমেদ আলী বলেন, আমার সন্তান যখন সিরিয়া গিয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ১৫, সে ছিল অবুঝ তাই আমি ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যাতে তার নাগরিকত্ব বাতিল করা না হয়৷

সে যদি অপরাধ করে থাকে তবে তাকে ব্রিটেনে ফিরিয়ে এনে শাস্তি দেয়া হোক৷

এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ সম্প্রতি শামীমার নাগরিকত্ব বাতিল করেছেন৷ শামীমার পরিবার তার দ্বৈত নাগরিকত্ব নেই বলে জানিয়েছে এবং  বলেছে বিষয়টি নিয়ে এখন মামলা চলছে৷

জিহাদের জন্য চার বছর আগে দুই সঙ্গীসহ আইএসে যোগ দিতে লন্ডন থেকে সিরিয়ায় পাড়ি দেয়া শামীমা বেগমকে নিয়ে নেদারল্যান্ডসে ফিরে যেতে চান তার স্বামী ইয়াগো রিদাইক।

তবে ২০১৫ সালে শামীমা সিরিয়ায় আইএসনিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার কিছু দিনের মধ্যে তাদের বিয়ে হয়।  তখন শামীমার বয়স ছিল মাত্র ১৫ বছর।

এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইয়াগো জানান, তিনি আইএসের সঙ্গে যুদ্ধ করতে নিজ দেশ ছাড়লেও এখন স্ত্রী ও নবজাতককে নিয়ে দেশে ফিরতে চান।  ২৭ বছর বয়সী ইয়াগো বর্তমানে সিরিয়ায় উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি বাহিনীর হাতে গুপ্তচরবৃত্তির দায়ে আটক আছেন।

ই-বার্তা / শাহাদাত ছৈয়াল