যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে বসবে তালেবান

ই-বার্তা ডেস্ক।।   এএফপি ও ডনের খবর অনুযায়ী চলতি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচকরা বৈঠকে বসবেন বলে আফগান তালেবান। এ ছাড়া পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তারা বসবেন।

তবে ওয়াশিংটন কিংবা ইসলামাবাদ এ বৈঠকের বিষয়ে এখনও নিশ্চিত করেনি। দীর্ঘ আফগান যুদ্ধের অবসানে সমর্থন আদায়ে মার্কিন দূত জালামি খলিলজাদ বিভিন্ন দেশ সফরে রয়েছেন।

গত মাসে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ছয় দিনের দীর্ঘ বৈঠক করেছেন জালমি খলিলজাদ। চলতি মাসের শেষ দিকে সেখানে আরেকটি আলোচনা হওয়ার কথা রয়েছে।

কিন্তু বুধবার তালেবান এক বিবৃতিতে বলছে, পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে ইসলামাবাদে ১৮ ফেব্রুয়ারি আলাদা একটি বৈঠক হবে। এর সপ্তাহখানেক পর দোহায় বসবেন তারা।

ই-বার্তা/ মাহারুশ হাসান