যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধে হত্যার ভিডিও প্রকাশ

জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার রচেস্টারে আরেক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হুড পরিয়ে মুখ চেপে ধরে হত্যার অভিযোগ উঠেছে মার্কিন পুলিশের বিরুদ্ধে। ৩০ মার্চ ড্যানিয়েল প্রুড নামের ওই ব্যক্তি মারা গেলেও বুধবার তার পরিবারের পক্ষ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, প্রুডের ওই মৃত্যুর ঘটনা এতদিন সাধারণের নজরে আসেনি। নিউইয়র্কে এনকাউন্টারের সাতদিন পর তিনি হাসপাতালে মারা যান।

পুলিশের কাছে তথ্য অধিকারে আবেদনের পর বডিক্যামেরা থেকে এই ভিডিওটি সংগ্রহ করে প্রুডের পরিবার। পরে সংবাদ সম্মেলনে সেটি প্রকাশ করা হয়।

ভুক্তভোগীর ভাই জো জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য পর্যালোচনার জন্য প্রুডকে হেফাজতে নিয়ে যায় পুলিশ। এরপর তিনি জরুরি নম্বরে ফোন করেও কোনো সাহায্য পাননি।

ভিডিওতে দেখা গেছে, উলঙ্গ প্রুডের মাথায় কালো হুড পরিয়ে মিনিট দুয়েক তার মুখ রাস্তার ওপর চেপে ধরছেন এক পুলিশ। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়। লাইফ সাপোর্টে নিলেও বাঁচানো যায়নি।

গত মে মাসে ফ্লয়েডকেও প্রায় একইভাবে হত্যা করা হয়। ওই ঘটনার পর আমেরিকাজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে।