যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তায় জরুরি অবস্থা জারি

ই-বার্তা ডেস্ক।।  যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশি প্রতিপক্ষের’ হাত থেকে রক্ষা করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ব্যাপারে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প।  যেসব মার্কিন কোম্পানি বিদেশি টেলিকম ব্যবহার করে, এটি তাদের জন্যও কার্যকর হবে বলে জানানো হয়।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানা গেছে, ট্রাম্পের এ আদেশের লক্ষ্য হলো, বিদেশি প্রতিপক্ষের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা।

ট্রাম্পের এ পদক্ষেপকে সমর্থন জানিয়ে দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান অজিত পাই বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

ওই নির্বাহী আদেশে ট্রাম্প নির্দিষ্টভাবে কোনো কোম্পানির বিরুদ্ধে বলেননি।  তবে মনে করা হচ্ছে, এটি চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে।  তবে হুয়াওয়ে এসব অভিযোগ অস্বীকার করে বলছে, যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা সীমাবদ্ধ করার ফলে মার্কিন ভোক্তারা ও প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়া বেশ কয়েকটি দেশ বলছে, হুয়াওয়ের তৈরি পণ্য নজরদারির জন্য ব্যবহার করতে পারে চীন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু