যুদ্ধপ্রস্তুতি অব্যাহত রেখেছে ভারত

ই-বার্তা।।  ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিমান থেকে বোমা হামলার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আকাশসীমা পেরিয়ে ভারত ও পাকিস্তান দুই দেশের যুদ্ধবিমানই বোমা হামলা করেছে। 

এদিকে, ভারতের সামরিক বাহিনী যুদ্ধপ্রস্তুতি অব্যাহত রেখেছে। দেশটির সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড গত শনিবার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল (এটিজিএম) ছোড়ার মহড়াও দিয়েছে।

অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন, মোদি পুরনো মডেলের মিগ-২১ জঙ্গিবিমান পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬ জঙ্গিবিমানের মোকাবেলা করতে পাঠিয়েছেন।

এদিকে, দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের সংঘাতে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। ভারত-পাকিস্তান দু’পক্ষকেই সংযত হওয়ার পরামর্শ দিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তেমনই পরামর্শ জানা গেল। সন্ত্রাস দমনে পাকিস্তানকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে তারা। সেই সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে অনুরোধ জানিয়েছে দুই দেশকেই।