যুদ্ধাপরাধের মামলায় ৫ জনের রায় বৃহস্পতিবার

 ই-বার্তা ডেস্ক।।  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নাগরিক হওয়া স্বত্ত্বেও দেশের স্বাধীনতার বিরোধীতা কারী বেশ কয়েকজন রাজাকারের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়েছে।  অপেক্ষায় থাকা বেশ কয়েকজন মানবতাবিরোধী অপরাধের আসামীর রায় ঘোষণা হবে বৃহস্পতিবার।     

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানাসহ ৫ আসামির বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।  আজ চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন ঠিক করেন।

শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা ছাড়া অন্য ৪ আসামি হলেন মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন ওরফে রদ্দিন (৭০)। আব্দুল মজিদসহ ৫ আসামিই পলাতক।

তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ সাতটি অভিযোগ আনা হয়েছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু