যুবরাজকে বহনকারী গাড়িটি নিজে চালিয়ে নিয়ে যান ইমরান খান

ই-বার্তা ডেস্ক ।।  দুই দিনের রাষ্ট্রীয় সফরে রোববার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের পা রেখেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি যুবরাজকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গান স্যালুট দেওয়া হয়।

সেখান থেকে যুবরাজকে বহনকারী গাড়িটি নিজে চালিয়ে নিয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুবরাজের থাকার জন্য নির্ধারিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৪০ সদস্যের মৃত্যুতে পাকিস্তানকে দায়ী করেছে ভারত। দুই দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে যুবরাজের সফর একদিন পিছিয়ে দেয়া হয়েছিল। পাকিস্তানের পর তার ভারত সফরে যাওয়ার কথা।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই সফরে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।যুবরাজের সফর উপলক্ষে ইসলামাবাদজুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শহরটির মূল সড়কগুলোতে যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। বসানো হয়েছে হাজারখানেক পুলিশ চৌকি। নিষিদ্ধ করা হয়েছে শহরের ওপর দিয়ে বিমান চলাচল।

ইসলামাবাদের একটি বড় অংশজুড়ে বন্ধ করে দেয়া হয়েছে মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিসেবা। সৌদি যুবরাজ সফর উপলক্ষে সোমবার দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।যুবরাজের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রভাবশালী ব্যবসায়ী এবং গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী। পাকিস্তানের পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই দুই দেশ দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি সম্পন্ন করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল দুই দেশের মধ্যে বিনিয়োগ, অর্থায়ন, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, অভ্যন্তরীণ নিরাপত্তা, সংবাদমাধ্যম, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।

মোহাম্মদ বিন সালমানের পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এবং প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে সাক্ষাৎ করার কথা।পাকিস্তান থেকে যুবরাজ বিন সালমান যাবেন ভারতে। তার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও শনিবার কোনও কারণ না দেখিয়েই তা বাতিল করা হয়। ভারত থেকে মোহাম্মদ বিন সালমান যাবেন চীনে। সেখানে দুই দিনের সফর শেষে দেশে ফিরবেন তিনি।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া