‘যে দেশে নিরাপত্তা দেবে না, সে দেশে আর খেলতে যাব না’

ই-বার্তা ডেস্ক ।।   বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এ মুহূর্তে নিউজিল্যান্ডে খেলার কোন অবস্থাই নেই, তাই সিরিজ বাতিল করা হয়েছে।  আপাতত ক্রিকেটারদের নিরাপত্তাই প্রাধান্য পাবে ।

আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের তিনি আরো জানান, দ্রুততম সময়ে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, এখন ওরা সবাই নিরাপদে আছে। এছাড়া আমরা দুই টিম মিলে আলাপ করেই খেলাটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেক দেশকেই এ ব্যাপারে সতর্ক হতে হবে এবং প্রত্যেকটা টিমকেও সতর্কও হতে হবে।

এছাড়াও এসময় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, আমরা যেভাবে নিরাপত্তা তাদের দিয়ে থাকি, নিউজিল্যান্ড সেই নিরাপত্তার কিছুই দেয়নি। এটা সত্যি এবং এটা শুধু এখানে নয় যত দেশে আমরা খেলতে যাই কোথাও তেমন কোন নিরাপত্তা দিতে দেখিনি।

বিসিবি সভাপতি আরো বলেন, ‘এ ঘটনার পরে এটা নিশ্চিত বাংলাদেশ দল যে দেশেই খেলতে যাক না কেন, আমাদের মিনিমাম নির্দেশনা থাকবে, নিরাপত্তা আমাদের সিওর থাকতে হবে। এটা যারা দিতে পারবে, তাদের দেশেই আমরা খেলতে যাব।

ই-বার্তা / শাহাদাত ছৈয়াল