রাখাইনে ৪০ জন সেনা-পুলিশ সদস্যকে অপহরণ করেছে আরাকান আর্মি

ই-বার্তা ডেস্ক।।  শনিবার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের সিত্তের উত্তরাঞ্চল থেকে পুলিশ ও সেনাবাহিনীর ৪০ জনেরও বেশি সদস্যকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।  

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জ্য মিন জানান, শনিবার নৌপথে অফ-ডিউটি সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী ফেরিতে গুলি চালায় আরাকান আর্মির সদস্যরা। এ সময় ফেরিটিকে পাড়ে নিয়ে আসতে বাধ্য করা হয়।

ফেরি থেকে ১০ জনেরও বেশি সেনা, ৩০ জনের মতো পুলিশ ও ২ জন কারা সদস্যকে অপহরণ করা হয়। তাদের খুঁজতে ইতোমধ্যে হেলিকপ্টারের সাহায্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

উল্লেখ্য, সম্প্রতি রাখাইন থেকে আরাকান আর্মিকে হটাতে কয়েক হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে কিন্তু এর মধ্যেই এই অপহরণের ঘটনা ঘটলো।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু