রাজকীয় শেষযাত্রা, ঘোড়ায় করে কবরস্থানে ফ্লয়েড

যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে প্রাণ হারানো কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার টেক্সাসের হিউস্টনে শেষকৃত্যে ফ্লয়েডের পরিবারের সদস্যরা ছাড়াও কৃষ্ণাঙ্গ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশি নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু হলেও তার শেষযাত্রা ছিল রাজকীয়। তিনটি ঘোড়ার গাড়িতে করে ফ্লয়েডের মরদেহ নিয়ে যাওয়া হয় কবরস্থানে। সেখানে মায়ের কবরের পাশে শায়িত হন তিনি।

এর আগে মঙ্গলবার ফ্লয়েডের নিজ শহর টেক্সাসের হিউস্টনে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে অনেকেই ক্ষোভে ফেটে পড়েন, কান্নায় ভেঙে পড়েন।

ভিডিও বার্তায় ফ্লয়েডকে স্মরণ করেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

উল্লেখ্য, গত ২৫ মে মিনেসোটার মিনিয়াপোলিসে ২০ ডলারের জাল নোট দিয়ে পণ্য ক্রয়ের অভিযোগে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন হাঁটু চেপে শ্বাসরোধ করে হত্যা করে জর্জকে। এ ঘটনায় আমেরিকাসহ বিশ্বের অনেক দেশে বর্ণবাদবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে।