রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৭৫

ই- বার্তা ডেস্ক।।   রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৭৫ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ২৪৯৫১ ইয়াবা, ৩৮০ গ্রাম ৩৯৫ পুরিয়া হেরোইন, ৫৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।

ট্রাফিক আইনে ৮৪৭৩ মামলা : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮,৪৭৩টি মামলা ও ৩৬ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৪০টি গাড়ি ডাম্পিং ও ৯৮৬টি গাড়ি রেকার করা হয়েছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়।

হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১৭৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করায় ৪টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১,৪৪৯টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৯৩৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ২৩২টি মোটরসাইকেল আটক করা হয়।