রাজধানীতে ১৯ লাখ জাল রুপিসহ আটক ৩

ই-বার্তা ডেস্ক।।  রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে ১৯ লাখ ভারতীয় জাল রুপি ও রুপি তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার সকালে রামপুরার পলাশবাগ মোড়ের একটি ভবনের অষ্টম তলার ফ্ল্যাটে এ অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  

ডিবি পুলিশ জানায়, এর আগে ৯ জুলাই রামপুরার উলন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পান তারা। সেখান থেকে রুপি তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের ফয়েল পেপার উদ্ধার করা হয়। সেই সূত্র ধরেই সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রামপুরার পলাশবাগ মোড়ের একটি বাড়ির অষ্টম তলার ফ্ল্যাটে জাল রুপি তৈরির কারখানার সন্ধান পান তারা। এ সময় মোট ১৯ লাখ ভারতীয় জাল রুপির ৫০০ ও ২ হাজারের নোট ও জাল নোট তৈরি চক্রের কারিগর ও ব্যবসায়ী রফিকুল ইসলাম খসরু, জনি ডি কস্তা ও আব্দুর রহিম নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

এ সময় সেখান থেকে জাল রুপি তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার, একটি লেমিনেশন মেশিন, বিপুল পরিমাণ রুপি তৈরির কাগজ, বিভিন্ন ধরনের কালি, সিকিউরিটি সিল সম্বলিত স্ক্রিন বোর্ড, গাম ও সিলসহ একই ধরনের বিশেষ ফয়েল পেপারও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রামপুরার ওই বাসায় পরিবার নিয়ে থাকতেন চক্রের সদস্য জনি। জনি ও চক্রের বাকি দুই সদস্য খসরু ও রহম এর আগেও জাল নোট তৈরির মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেছে। তবে তারা জামিনে বেরিয়ে এসে আবার আগের অপরাধেই যোগ দেয়। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের বিভাগীয় কমিশনার মশিউর রহমান জানান, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ভারত থেকে পোশাক ও কোরবানির গরু আমদানির ব্যবসাকে সামনে রেখেই চক্রটি জাল রুপি তৈরি করে বিভিন্ন সীমান্তে পাচারের পরিকল্পনা করছিল। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু