রাজধানীর যানজট কমাতে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট

ই-বার্তা ডেস্ক।।  রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের দিয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশপ্রাপ্তির তিন মাসের মধ্যে ঐ মাস্টারপ্ল্যান তৈরি করে তা আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে।  

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

‘যানজটে বছরে ক্ষতি ৩৭ হাজার কোটি টাকা’ এই শিরোনামে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, যানজটের কারণে রাজধানীতে একটি যানবাহন ঘণ্টায় যেতে পারে গড়ে পাঁচ কিলোমিটার। ১২ বছর আগেও এই গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার ফলে যাত্রীদের মানসিক চাপ তৈরি হচ্ছে। এই চাপ আবার কাজ করছে অন্যান্য রোগের উত্স হিসেবে।

মানসিক রোগের পাশাপাশি যানজটের কারণে শুধু ঢাকায় দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু