রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

ই- বার্তা ডেস্ক।।   রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল চীন সীমান্ত লাগোয়া ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা এলাকায়।

শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।  এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫।

আবহাওয়া ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কাছে থেকে পাওয়া তথ্যানুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৯৯ কিলোমিটার এবং সিলেট থেকে ৩২৯ কিলোমিটার উত্তর পূর্বে অরুণাচল প্রদেশের বমডিলা এলাকায়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৬.৮ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ ছাড়াও ভারতের আসাম, নাগাল্যান্ড, মেঘালয় রাজ্য এবং ভুটানেও এ ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।