রাজনৈতিক দলগুলোকে সংলাপের আমন্ত্রন জানানো হবেঃ কাদের

ই-বার্তা ডেস্ক।।  বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ও দেশের সার্থে বিভিন্ন রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রন জানাবেন।  বিভিন্ন সূত্রে জানা যায়, আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পরই সংলাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক দলগুলো।

রবিবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, আবারও তাদের আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা এবং আশপাশের জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

রবিবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা তো বলেছি সব সময় আমরা সংলাপের পক্ষে, আলোচনার পক্ষে।  এবারও প্রথমে সংলাপের প্রস্তাব আমিই দিয়েছিলাম’।

তিনি আরও বলেন, ‘জানতে চাইবো, কী বিষয়ে আলোচনা হবে।  এরপর পার্টিতে বসে, ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।  আমরা তো সব সময় সংলাপের পক্ষে।  আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হওয়া উচিত।’

ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে জানান বলেন, ‘তারা চাইলে ডাকবেন, তারপর কী করবেন, সেটা আমরা কী করে বলবো।  আমরা তাদের আমন্ত্রণ পেলে আমাদের সিদ্ধান্ত নেবো। ’

সংলাপের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ‘এটা কিসের সংলাপ? সংলাপটা কী? সংলাপ হতে পারে, যে ফ্রেশ নির্বাচন দেবো, সবচেয়ে বড় বিরোধী দল এই নির্বাচনে যেহেতু সংসদে আসেনি, সেহেতু নির্বাচনের বিষয়ে কথা হতে পারে।’

নির্বাচনের আগে ১ নভেম্বর প্রথম দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে সংলাপে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্ট।  ৭ নভেম্বর দ্বিতীয় দফায়  আলোচনা অংশ নিলেও কোন সমাধান হয়নি বলে অভিযোগ করে ঐক্যফ্রন্ট।

ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু