রাজশাহীতে জাল নোটসহ গ্রেফতার ৪

ই- বার্তা ডেস্ক।।   রাজশাহীতে বিদেশী মুদ্রা জাল চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে সৌদি আরবের ১০০ রিয়ালের দুটি আসল এবং ২০১টি জাল নোট উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেফতার করা করে।

গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার বৈকুন্টপুর মোল্লাকান্দি গ্রামের কাদির মোল্লার দুই ছেলে টুটুল মোল্লা (৪৫) ও মমতাজ উদ্দিন মোল্লা (২৮), গোপালগঞ্জের মোকসেদপুর থানার আকদিয়া গ্রামের মজিবুর শেখের ছেলে ইলু শেখ (৩২) এবং একই এলাকার খালেক শেখের ছেলে বাবলু শেখ (৩৫)। গ্রেফতারের পর সোমবার দুপুরে মহানগর ডিবি কার্যালয়ে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি আবাসিক হোটেলে অভিয়ান চালানো হয়। সেখান থেকে সৌদি আরবের ১০০ রিয়ালের দুটি আসল এবং ২০১টি জাল নোটসহ ইলু শেখ ও বাবুল শেখকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য দুই সদস্য টুটুল ও মমতাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম