রাজশাহী টু ঢাকা রুটে বিরতিহীন ট্রেনের নাম দিবেন প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  পহেলা বৈশাখের দিন থেকে যাত্রা শুরু করবে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের প্রথম বিরতিহীন ট্রেন।  ট্রেনটির নাম রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রেল মন্ত্রণালয় থেকে হিমসাগর, রূপসি বাংলা ও বনলতা সেন এই তিনটি নাম প্রাথমিকভাবে বাছাই করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছে।

রেলওয়ের মহাপরিচালক রফিকুল আলম গণমাধ্যমকে বলেন, ট্রেনটির নাম এখনও ঠিক হয়নি। আমরা কয়েকটি নাম  প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। দুয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী নাম ঠিক করে আমাদের জানিয়ে দেবেন।

জানা গেছে, নতুন ট্রেনটি সাজানো হয়েছে ইন্দোনেশিয়া থেকে আনা নতুন বগি দিয়ে। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে এই ট্রেন। ট্রেনটির ভাড়া শোভন চেয়ার ৩৭৫ টাকা, স্নিগ্ধা ৭১৯ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে প্রতি আসন ৮৬৩ টাকা এবং বার্থ এক হাজার ২৮৮ টাকা।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ