রাজশাহী সীমান্তে ২ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ই-বার্তা ডেস্ক।।  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচর এলাকা থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে আব্দুর রহিম (৫৫) ও ওমর আলী (৩২) দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের টিকনা চর ক্যাম্পের বিএসএফ সদস্যরা। 

মাটিকাটা ইউপির ১ নং ওয়ার্ড সদস্য নয়ন আলী জানান, ধরে নিয়ে যাওয়া দুই জেলে বিকেল ৩ টার দিকে বাংলাদেশের ভিতর ফরহাদপুর সামাজিক বনায়নের নিকট নির্মল চর এলাকায় মাছ ধরে বাড়ি ফিরছিলো। ওই সময় ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশ প্রবেশ করে তাদের টেনে হিচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনা এলাকাবাসী তাৎক্ষণিক প্রেমতলী বিজিবি ক্যাম্পেও জানিয়েছে।

এ বিষয়ে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন মাহমুদ বলেন, স্থানীয়রা বিজিবিকে জানিয়েছে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই জেলেকে ধরে নিয়ে গেছে। এ সময় কয়েকজন পালিয়ে আসতে সক্ষম হয়েছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু