রাশিয়ার সাবমেরিন আনছে ভারত!

ই-বার্তা ডেস্ক।।  ভারত-পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলায়  চলছে উত্তেজনা। আর এ মহূর্তে রাশিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির পারমাণবিক সক্ষমতাসম্পন্ন সাবমেরিন আনার চুক্তি সই করেছে ভারত।

রুশ সংবাদমাধ্যমের খবরানুযায়ী তিন বিলিয়ন কোটি ডলারের বিনিময়ে রুশ আকুলা-ক্লাস পারমাণবিক সক্ষমতার একটি সাবমেরিন লিজ আনছে ভারত। বৃহস্পতিবার (০৭ মার্চ) এ নিয়ে দু’দেশের মধ্যে একটি চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী- ২০২৫ সালের ভেতরে নয়াদিল্লিকে ১০ বছরের জন্য একটি সাবমেরিন লিজ দেবে মস্কো। বিনিময়ে ভারত রাশিয়াকে ৩০০ কোটি ডলার দেবে। বাংলাদেশী টাকায় যা হয় প্রায়ত ২৬ হাজার কোটি টাকা!

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে অস্ত্র আমদানি চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে- পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষার দেয়াল কৌশগতভাবে আরও শক্তিশালী করতে ভারত রুশ অস্ত্রাগারে নজর দিয়েছে। রাশিয়া থেকে অকাশপথে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা, ভারতীয় সেনার জন্য নতুন প্রযুক্তির অস্ত্র আর এখন নৌপথে আক্রমণভাগ শক্তিশালী করতে সাবমেরিন লিজ- এ যেনো ভারতে অস্ত্রের মেলা বসতে চলেছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান