রাশিয়ার হামলায় ইউক্রেনে বেসামরিক নাগরিক নিহত ১৯৮ জন

ই-বার্তা ডেস্ক    ।।    চলমান সংঘাতে রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে। নিহতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে। আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায়।

স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো এক ফেসবুক পোস্টে লিখেছেন, দুর্ভাগ্যবশত অপারেটিভ তথ্য অনুযায়ী দখলদারদের হামলায় ৩ শিশুসহ ১৯৮ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় ৩৩ শিশুসহ ১১১৫ জন আহত হয়েছেন।ইউক্রেনের সাধারণ মানুষের ওপর হামলা করছে না বলে দাবি করেছে রাশিয়া। তবে বাস্তবে রাশিয়ার সেই দাবির কোনো সত্যতা নেই বলে জানিয়েছে ইউক্রেন। রাজধানী কিয়েভে রাশিয়ার সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে।

এদিকে, চলমান সংঘর্ষে ৩ হাজার ৫০০ রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম বিসিবি জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

তবে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে, সে সম্পর্কে এখনও কিছুই জানায়নি রাশিয়া।