রাশিয়া যাচ্ছেন ইমরান খান

ই- বার্তা ডেস্ক।।   পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন ।

আগামী সেপ্টেম্বরে ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ডন অনলাইন জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া সাংহাই সহযোগিতা সম্মেলনের(এসসিও) সময় ইমরান খানকে এ আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। এসসিওতে দুই নেতাই অংশ নিয়েছিলেন। সাংহাই সম্মেলনের ফাঁকে ইমরানের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট।

আগামী ২২ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে ওয়াশিংটন সফরে যাবেন ইমরান খান। সম্প্রতি দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতির দরুন এটাকে এক বিরল সফরই বলা হচ্ছে। ক্ষমতায় আসার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে যাবেন ক্রিকেট থেকে রাজনীতি এসে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারে দুই নেতা আলোচনা করবেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম