রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গোয়েন্দা কমিটির চেয়ারম্যানকে গ্রেফতার করা উচিতঃ ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফকে গ্রেফতার করা উচিত। এদিকে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত আরো দ্রুততর করার পরিকল্পনা করছেন।  

টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কংগ্রেসম্যান অ্যাডাম স্কিফ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া এবং ভয়ংকর বিবৃতি দিয়েছেন। কংগ্রেস এবং আমেরিকানদের মধ্যে এমন ধারণা সৃষ্টি করা হচ্ছে যেন ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই এটি। অথচ এটা তেমন কোনো বিষয়ই নয়। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করা হোক।র

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত আরো দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছেন ডেমোক্র্যাটরা। চলতি সপ্তাহে তারা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টদের সাক্ষাত্কার নেবেন। এদের মধ্যে তথ্য ফাঁসকারী গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন।

রবিবার অ্যাডাম স্কিফ বলেছেন, আশা করা হচ্ছে শিগগিরই হুইসেলব্লোয়ার সাক্ষাত্কার দেবেন। গত ২৫ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। তাতে তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার কথা বলেন। না হলে তিনি ইউক্রেনকে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দেন। ফোনকলের ধারণ করা অংশ গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে হোয়াইট হাউজ। ফোনালাপ ফাঁস করেন এক সিআইএ কর্মকর্তা।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু