রাহুলই হবেন ভারতের প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  আর কিছু দিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন।  এই নির্বাচনে  কংগ্রেস জয়ী হলে রাহুল গান্ধীই হবেন ভারতের প্রধানমন্ত্রী।  বুধবার উত্তরপ্রদেশে এক নির্বাচনীয় জনসভায় এই ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। 

কংগ্রেস নেতাকর্মীদের উদ্দেশে প্রিয়াংকা বলেন, ‘আমরা ২০১৯ সালের লোকসভা ভোটে জিতবই।  আর ভাই রাহুল হবেন প্রধানমন্ত্রী।’

যদিও কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। রাহুল নিজেও জানিয়েছেন, বিষয়টি নিয়ে কিছু ভাবেন না তিনি।  যদিও ডিএমকে, আরজেডি, জেডির (এস) মতো কয়েকটি দলের নেতারা দাবি করেছেন, তারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।  কিন্তু মমতা ব্যানার্জি এতে সমর্থন দেননি।

প্রিয়াংকা আরও বলেন, ‘উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে আমাকে কংগ্রেসের সরকার গড়ার দায়িত্ব দিয়েছেন রাহুল।  এই দায়িত্ব পালনের জন্য আমি কঠোর পরিশ্রম করব।  দেশকে বাঁচাতে আমরা এ ভোটে জিততে চাই।  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এ জয় হবে পুরো ভারতের জয়।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু