রাহুলকে ‘বাচ্চা ছেলে’ বলে সম্বোধন মমতার

ই-বার্তা ডেস্ক।।  আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের রাজনীতির মাঠে প্রতিপক্ষকে কেন্দ্র পাল্টপাল্টি আক্রমণ চলছেই। কয়েকদিন আগে মালদায় অনুষ্ঠিত একটি সভায় একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে কথা বলেছিলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। 

রাহুলের এমন আক্রমণের চারদিন পর রাহুলকে ‘বাচ্চা ছেলে’ বলে সম্বোধন করলেন মমতা।তিনি বলেন, সে একজন বাচ্চা ছেলে। তার কথা নিয়ে আমি কি বলবো?

একটা বড় সময় কংগ্রেসে থাকার সুবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গান্ধী পরিবারের সখ্যতা আছে। বিশেষ করে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন আগে পশ্চিমবঙ্গের একজন কংগ্রেস নেতা সংসদে মমতাকে আক্রমণ করার কারণে দুপক্ষের মধ্যে সম্পর্ক কিছুটা খারাপ হয়।

অন্যদিকে বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কথা বলায় রাহুল একাধিকবার ওই দলের তোপের মুখে পড়েছেন। দীর্ঘ দিন ধরেই বিজেপি ‘পাপ্পু’ বলে আক্রমণ করছে রাহুলকে।

মমতাকে আক্রমণ করে রাহুল বলেন, মমতা ক্ষমতা গ্রহণের পর পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তন কিংবা উন্নয়ন হয়নি।

ই-বার্তা/ মাহারুশ হাসান