রিজভীর দাবি গ্রেনেড হামলা মামলার রায় বাতিল করে পুনরায় বিচার করুন

ই-বার্তা ডেস্ক ।। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বাতিল করে পুনরায় বিচার দাবি করেছেন। আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

 

এসময় রিজভী সরকারের প্রতি আহবান জানান, সারাদেশে দলের নেতাকর্মীদের ধরপাড়ক অব্যাহত আছে অবিলম্বে তা বন্ধ করেন। তিনি আরো জানান সারাদেশে ৪ হাজার ১৮৭ টি মামলায় ৩ লাখ ৭১ হাজার নেতাকর্মীকে গত ১ সেপ্টম্বর থেকে  আসামি করা হয়েছে বলে।

 

রিজভী বলেন,  সরকার দেশে বাকশাল কায়েম করেছে ডিজিটাল নিরাপত্তা আইন করে ।