রিফাত হত্যাকাণ্ড মানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেছেন যে, বরগুনায় প্রকাশ্যে রিফাত নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনাকে তিনি সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে মনে করছেন না।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

‘বরগুনায় প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করেন কি?’- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কেন, আমাদের পুলিশবাহিনী তো সঙ্গে সঙ্গে কাজ করছে। এ ধরনের দু’য়েকটি ঘটনা আগেও ঘটেছে। ফেনীতে নুসরাত হত্যাকাণ্ডের পর আমাদের পিবিআই তদন্ত করে ঘটনার সঙ্গে আসলে যারা জড়িত তাদের ধরে আদালতে সোপর্দ করেছে। আমাদের পুলিশ অনেক দক্ষ, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে।’

‘বরগুনার ঘটনা অবশ্যই দুঃখজনক। কেন ঘটেছে, সেটা আমরা তদন্ত করে দেখছি। ঘটনার পর আমাদের পুলিশ কিন্তু বসে নেই। এই মুহূর্তের খবর হলো- দু’জনকে আমাদের পুলিশ ধরে ফেলেছে এবং বাকি যেকয়জন এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত তাদের সবাইকে আমরা ধরব। সবাইকে আইনের আওতায় এনে আদালতের কাঠগড়ায় হাজির করব।’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময় পুলিশের সক্ষমতা বাড়ার বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যত ঘটনাই ঘটুক, আমাদের পুলিশ দক্ষতা এবং সক্ষমতায় অনেক এগিয়ে গেছে। পিছিয়ে পড়া পুলিশ এখন আর নেই। ১০ বছর আগের চেয়ে এখনকার পুলিশ অনেক দক্ষ, অনেক সক্ষম এবং অনেক ইনফরমেটিভ।’

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম