রিয়াদে প্রয়াত বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন পালন

ই-বার্তা ডেস্ক ।।  পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এবং সাদা মনের মানুষ। বরেণ্য এ বিজ্ঞানীর ৭৮তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ জেলা কর্তৃক আয়োজিত আলোচনাসভায় বক্তারা এ কথা বলেন।

রিয়াদের স্হানীয় একটি রেস্টুরেন্টে ১৬ ফেব্রুয়ারি শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আবুল হাসনাত সুমন পাটওয়ারী। যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তিয়াক হোসেন তানিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এম আর এইচ ভূঁইয়া রফিক, সাইফুর রহমান নিটুল, সহসভাপতি লিটু মোল্লা, দপ্তর সম্পাদক শাহজাদা আরমান, হায়দার মুন্সী, ফারুক খান, শহিদুল ইসলাম, লিটন মোল্লা সহ আরও অনেকে। কোরআন তেলাওয়াত করেন, হাবিবুল্লাহ।

বক্তারা বলেন, ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তার সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। বক্তারা বলেন, বাংলাদেশের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের অনেক অবদান রয়েছে।

পরে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন নেতৃবৃন্দ।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া