রিয়ালকে হারিয়ে ফাইনালে বার্সা

ই-বার্তা ডেস্ক।।  রিয়াল-বার্সার মুখোমুখি লড়াই মানেই আলদা এক ধরনের উত্তেজনা।  কিন্তু মাঠের লড়াইয়ে সেই উত্তেজনার ছিটেফোটাও দেখা যায়নি।  দু’দলের এই লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দীদের কোন পাত্তাই দেয়নি কাতালান ক্লাবটি চিরশত্রুদের ৩-০ গোলে হারিয়ে কোপা ডেল রে’র ফাইনালে উঠে গেল বার্সেলোনা। 

দুই লেগ মিলিয়ে রিয়ালকে ৪-১ গোলে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো স্প্যানিশ কাপের ফাইনালে উঠলো বার্সা।  প্রথম লেগে নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ১-১ গোলে ড্র করেছিল ভালভার্দের দল।  দ্বিতীয় লেগে নিজেদের মাঠে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে মাঠে নামে রিয়াল।  তবে মেসি- লুইস সুয়ারেজদের সামনে দাড়াতেই পারেনি লস ব্লাঙ্কসরা।   

যদি নিজেদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুটা ভালোই করেছিল সোলারির দল।  প্রথমার্ধে ছন্দময় ফুটবলে হাড্ডাহাড্ডি লড়াই করে দু’দল।  আধিপত্য বিস্তার করে খেলে ম্যাচে প্রথম সুযোগটা সৃষ্টি করেছিল রিয়াল।  কিন্তু ২৩ মিনিটে সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন ভিনিসিয়াস।  ৩৭ মিনিটে আরও সহজ গোলের সুযোগ নষ্ট করে রিয়াল।  ডি-বক্সে করিম বেনজেমাকে বল বাড়ান ভিনিসিয়াস। গোলরক্ষককে একা পেয়েও নিশানাভেদ করতে পারেননি ফরাসি ফরোয়ার্ড।  মাঝে দু’একবার ছোটখাটো সুযোগ পেয়েছে বার্সা।  তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় তারাও।  ফলে শেষ হয় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতির পর নিজেদের চেনা রুপে ফিরে শুরু থেকেই আক্রমণের ঢেউ তোলে বার্সেলোনা।  সেই ধারাবাহিকতায় ৫০ মিনিটে উসমানে ডেম্বেলের বল জালে জড়ান লুইজ সুয়ারেজ। 

গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে রামোসের দল।  কিন্তু ৬৯ মিনিটে বার্সেলোনার পাল্টা আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান রাফায়েল ভারানে।  তার আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা।  এর পরে এলোমেলো ফুটবল খেলতে থাকে রিয়াল।  ৭২ মিনিটে সুয়ারেজকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সেলোনা।  সফল স্পট কিকে ব্যবধান ৩-০ করেন উরুগুইয়ান ফরোয়ার্ড।

এরপর চেষ্টা করে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি রিয়ালের।  এতে বড় জয়ে আরও একটি এল ক্লাসিকো জিতে নেয় ভালভার্দের শিষ্যরা।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু