রুটির দাম বাড়ানোয় ক্ষমতা হারালেন সুদানের প্রেসিডেন্ট

ই-বার্তা ডেস্ক।।   সুদানের সেনাবাহিনী রুটির দাম বাড়ানোর প্রতিবাদে ব্যাপক জন-বিক্ষোভের পর সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে দ্বায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।

এরই মধ্য দিয়ে অবসান হলো তার ৩০ বছরের শাসনের। সরকারি ও সামরিক সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছেন, বশিরকে গৃহবন্দী করা হয়েছে।

 সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেয়া হবে।’ রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে একথা বলা হয়েছে।

তবে বশিরকে সরিয়ে দেয়ার খবর এলেও আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি সেনাবাহিনী। বিক্ষোভকারীরা বলছে, বশির-পরবর্তীকালে তারা সেনা শাসন মেনে নেবেন না।

উল্লেখ্য, ১৯৮৯ সালে এক সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট ওমর আল-বশির। দীর্ঘ ৩০ বছর ধরে একটানা ক্ষমতা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতে।