রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

ই-বার্তা ডেস্ক।।  প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৩০ রানের পাহাড় গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।  এই জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে টাইগারদের।  কারণ এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩১৮ রান চেজ করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের।

বুধবার নিউজিল্যান্ডের ডানেডিনে তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।  শুরুতেই কলিন মানরোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন মাশরাফি।  সাইফউদ্দিনের বলে বাউন্ডারি হাঁকাতে বলে সজোরে আঘাত করেন মার্টিন গাপটিল।  লংঅনে দাঁড়িয়ে থাকা তামিম ইকবাল দারুন ক্ষিপ্রতায় বলটি তালু বন্দী করলে ২৯ রান করেই সাজ ঘরে ফেরেন আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান। 

৫৯ রানে ২ ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকট জুটিতে রস টেইলের সঙ্গে ৯২ রান যোগ করেন নিকোলাস।  ৬৪ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন দুর্দান্ত খেলতে থাকা নিকোলাস।  ৬০ বলে ফিফটি তুলে নেয়ার পর নিজের ইনিংসটাকে বেশি লম্বা করার আগেই রুবেলের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রচ টেইলর। 

৩৮.২ ওভারে দলীয় ২০৬ রানে রস টেইলের বিদায়ের পর ব্যাটিং তাণ্ডব চালান লাথাম ও নিশাম। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া নিশামের স্টাম্প উপড়ে ফেলেন কাটার মাস্টার মোস্তফিজুর রহমান।  রবেল হোসেনকে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ৪৩ বলে ফিফটি তুলে নেয়া টম লাথামকে, সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ।  সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৩৭ রান করেন নিশাম। ৫১ বলে তিনটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৫৯ রান করে ফেরেন লাথাম।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু