রেলের নিয়োগ পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট।। রেলের নিয়োগ পরীক্ষা স্থগিত। রেলের টিকিট কালেক্টর গ্রেড-২ পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। এ ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীরা পশ্চিম রেল ভবনের (রাজশাহী) সামনে বিক্ষোভ করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠানের সময় ছিল শুক্রবার বিকেল সাড়ে ৩টায়।পরীক্ষার্থীদের অভিযোগ, গত নভেম্বরে রেলের টিকিট কালেক্টর গ্রেড-২ পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর সংশ্লিষ্ট পরীক্ষার সময় নির্ধারণ করে ২০ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৩টায়। দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা আগের দিন বৃহস্পতিবার রাত থেকে ভিড় জমায় রাজশাহীর বিভিন্ন হোটেল এবং স্টেশন এলাকায়। দুপুরে এ সকল পরীক্ষার্থী তাদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হলে জানতে পারেন তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরপর তারা নগরীর রেলগেট সংলগ্ন রেল ভবনে এসে দেখেন পরীক্ষা স্থগিতের নোটিশ ঝোলানো।বরিশাল থেকে আসা গুলজার আলী বলেন, নয় মাস পর তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য দেশের দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে এসেছেন। এসে শোনেন পরীক্ষা স্থগিত করা হয়েছে।নিয়োগ পরীক্ষার্থীদের শান্ত করতে প্রথমে পুলিশ এবং পরে র‌্যাবের সদস্যরা রাজশাহী রেল ভবনের সামনে এসে উপস্থিত হয়। তারপরও বিক্ষুব্ধরা ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর সেখানে উপস্থিত হন পশ্চিম রেলের চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার (সিএসটিই) অসিম কুমার তালুকদার। তিনি পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

 

এ ব্যাপারে অসিম কুমার তালুকদার বলেন, পরীক্ষা এক মাস পর নেওয়া হবে। তবে কী কারণে হঠাৎ পরীক্ষা স্থগিত করা হয়েছে-জানতে চাইলে তিনি বলেন, নিয়োগ কমিটি বিষয়টি বলতে পারবে। কারা এই কমিটিতে আছেন-জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমি বলতে পারব না। আর রেলের সব খবর তো আমি রাখতে পারি না।’’এ সব বিষয়ে কথা বলার জন্য পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল আওয়াল ভুইয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন না ধরায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

 

 

ই-বার্তা। ডেস্ক