রোহিঙ্গাদের ফেরাতে এডিবির সহায়তা চাইঃ অর্থমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে ফেরাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা চেয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিলেও তারা আমাদের জন্য বোঝা হয়ে যাচ্ছে। তাদের নিজের দেশে ফিরিয়ে নিতে আমরা এডিবির সহায়তা চাই।  

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এডিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের আলোচনা অনেক ফলপ্রসূ হয়েছে। এডিবির প্রতিনিধিদল আমাদের গ্রামীণ উন্নয়ন ঘুরে দেখবেন। সেগুলো ভিজিট করবেন এবং রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করবেন।’

মন্ত্রী বলেন, ‘আমরা তাদের বলেছি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়ে তারা যেন জোরালো ভূমিকা রাখে। আমরা তাদের এ বিষয়ে সহায়তা করতে অনুরোধ করেছি। তারা বলেছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

এডিবির নির্বাহী পরিচালক ক্রিস পান্ডে জানিয়েছেন, মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে যারা অবস্থান নিয়েছে, তাদের নিজ ভূমিতে ফিরে যেতে সহায়তা করা হবে।  

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশসহ এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু