রোহিঙ্গাদের সম্মতিক্রমে তাদেরকে ভাসানচরে স্থানান্তর করতে হবেঃ জাতিসংঘ

ই-বার্তা ডেস্ক।।  মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন, জুলুমের মুখে বাংলাদেশে পালিয়ে এসে অবস্থান নিয়েছে প্রায় ৭ লাখের অধিক নির্যাতিত রোহিঙ্গা।  বাংলাদেশ সরকার এসব অসহায় রোহিঙ্গাদের পাশে দাড়িয়ে কক্সবাজারের উখিয়াসহ বিভিন্ন স্থানে আবাসনের ব্যবস্থা করেছে।  এবার তাদেরকে ভাসানচরে স্থান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।     

কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে জাতিসংঘ।  তবে সোমবার জাতিসংঘের ঢাকা অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছে সংস্থাটি। 

জাতিসংঘের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকল্প জায়গায় স্থানান্তরের ফলে কক্সবাজারে রোহিঙ্গাদের কম জায়গার মধ্যে গাদাগাদি করে থাকার অবসান ঘটবে।  এক্ষেত্রে জাতিসংঘের অবস্থান হচ্ছে, রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকা।  এই স্থানান্তরের পর রোহিঙ্গাদের সুরক্ষা এবং এখানকার পরিচালনা পদ্ধতি নিয়ে জাতিসংঘের সঙ্গে সরকারের আলোচনা চলছে।  জাতিসংঘ মনে করে, যে কোনো স্থানান্তরের আগে সেখানে নিরাপদ এবং স্থিতিশীল বসবাসের পরিবেশ নিশ্চিত হওয়া জরুরি। 

ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ার বিষয়ে ধারণা পেতে চায় জাতিসংঘ।  এ ছাড়া সেখানে রোহিঙ্গাদের মৌলিক অধিকার, কতটুকু সেবা নিশ্চিত করা হবে এবং জাতিসংঘ ও সহযোগী সংস্থার কর্মকর্তাদের সেখানে প্রবেশের সুবিধা কতটা থাকছে সে সম্পর্কেও ধারণা নিতে চায় সংস্থাটি। 

সংস্থাটি আরও জানিয়েছে, জাতিসংঘ সব সময়ই জানতে চায় ভাসানচরে স্থানান্তরের বিষয়ে রোহিঙ্গাদের ইচ্ছে আছে কিনা।  এ কারণে এই স্থানান্তরের বিষয়টি আগেই রোহিঙ্গাদের জানাতে হবে, তাদের এ বিষয়ে চিন্তা-ভাবনা করার এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিতে হবে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু