রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১ এনজিওকে প্রত্যাহারঃ পররাষ্ট্রমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে বেআইনি কাজে জড়িয়ে পড়ায় ৪১টি  বেসরকারি সংস্থাকে (এনজিও) সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।’ শনিবার সিলেটে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্থানীয় প্রশাসন ও গোয়েন্দারা এসব বেসরকারি সংস্থাকে চিহ্নিত করার কাজ শুরু করছেন। চিহ্নিত করা গেলে এসব এনজিও’র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আবদুল মোমেন জানান, ‘মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর কক্সবাজারে ১৩৯টি দেশি-বিদেশি এনজিও রোহিঙ্গাদের সহায়তায় কাজ শুরু করেছিল। বিদেশি বেসরকারি সংস্থাগুলো (এনজিও) বাইরে থেকে টাকা এনে রোহিঙ্গাদের সাহায্য করেন। এতে আমরা লাভবান হই। কিন্তু যখনই টাকাগুলো সঠিক পন্থায় খরচ না হয়, তখনই সমস্যার সৃষ্টি হয়।’

এর আগে শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু