রোহিঙ্গা সংকটের ছয় মাস

ই- বার্তা।।  গত বছরের ২৫শে অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালানো শুরু করে রোহিঙ্গা মুসলমানরা।ঐ মানব ঢলের নিশানা ছিল মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত।

প্রথমে কয়েকটা দিন রাতের আধারে পালিয়ে বাংলাদেশে ঢোকে রোহিঙ্গারা।

এরপর খোলা সীমান্ত পেরিয়ে কক্সবাজারের ক্যাম্পগুলোতে আশ্রয় পায় শরণার্থীরা।

২৫ শে আগস্ট ২০১৭ র; পর বাংলাদেশে পালিয়ে এসেছে ৬ লাখ ৬৮ হাজার রোহিঙ্গা।

সুত্রঃ শরণার্থী ত্রাণ ও প্রত্যবাসন কমিশন

চলতি বছর প্রথম ৪০ দিনে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা ১০ হাজারের ও বেশি।

সুত্রঃ কক্সবাজার জেলা পরিষদ

বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৮০% শিশু ও নারী।

সুত্রঃ জাতিসংঘ

এই এক বছরে জন্ম হবে আরো ৪৮,০০০ হাজার শিশুর।

সুত্রঃ উইনিসেফ

ক্যাম্পের জন্য জমি অধিগ্রহণ ৩,০০০ হাজার একরের মতো, বিভিন্ন সংস্থার তথ্যমতে, ৫,০০০ একরের বেশি।

প্রতিমাসে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে খাওয়া বাবদ খরচ হয় ২০-২৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

সুত্রঃ ডব্লিউ.এফ.পি

জ্বালানী বাবদ রোহিঙ্গা ক্যাম্প গুলোতে প্রতিদিন পোড়ান হয় ৫ কোটি টাকার লাকড়ি।

সুত্রঃ কক্সবাজার দক্ষিণ বন বিভাগ

আসন্ন বর্ষায় ভূমি ধ্বসের ঝুকিতে রয়েছে প্রায় ১০০,০০০ রোহিঙ্গা শরণার্থী।

সুত্রঃ আইএসসিজি- ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ